ফেসবুক আইডি হ্যাক করার নিয়ম
ফেসবুক আইডি হ্যাক -আমরা প্রায় সবাই ফেসবুক আইডি ব্যাবহার করছি।অনেকেই আছে যারা ফেসবুক আইডি হ্যাক করার নিয়ম জানতে চায়। আবার অনেকের অজান্তে ফেসবুক আইডি হ্যাক হয়েও যায় তারা গুগল কিংবা ইউটিউবে সার্চ করে থাকে আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে এখন কি করতে পারি।
আজকের আর্টিকেলটি শুধু মাত্র ফেসবুক ইউজারদের জন্য। আজকের আর্টিকেলটি পড়লে ফেসবুক আইডি হ্যাক করার উপায় থেকে শুরু করে। কিভাবে আপনার আইডিটি সুরক্ষিত রাখবেন সেই ব্যাপারে জানানো হবে। তাই আজকে আমার ফেসবুক অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে সঠিক বিষয়গুলো জানাবো।
তাই আপনারা সম্পূর্ন আর্টিকেলটি ৫ মিনিট মনোযোগ সহকারে পড়লে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। যদি কোথাও বোঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। প্রথমে আসি ফেসবুক হ্যাক করা কি সম্ভব?
ফেসবুক হ্যাক করা কি সম্ভব?
ফেসবুক হল একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে কেউ নিজের শখে, আবার ব্যাবসাকে প্রসিদ্ধ করতে ,আবার কেউ রাতারাতি ভাইরাল হতে, আবার কেউ ফেসবুককে ব্যাবহার করে ফেসবুক থেকে আয় করতে ফেসবুককে ব্যাবহার করে থাকে।
আমাদের মধ্যে একটি প্রশ্ন ফেসবুক নিয়ে ঘোরপাক খেয়ে থাকে সেটি হল ফেসবুক হ্যাক করা কি সম্ভব? ফেসবুক হ্যাক করা বলতে এখানে ফেসবুক কোম্পানিকে হ্যাক করাকে বোঝানো হয়েছে। ফেসবুক কিন্তু একটি ওয়েবসাইট।
এটি একটি বড় মাপের কোম্পানি। ফেসবুকের এতটাই হাই সিকিউরিটি, যার জন্য ফেসবুক হ্যাক করা অসম্ভব। এক কথায় যেমন, সমুদ্রের ভিতরে একটি সুই খুজে বের করা যেমন অসম্ভব তেমনি ফেসবুকের মত এত বড় কোম্পানিকে হ্যাক করা অসম্ভব।
ফেসবুক এমন একটি সোশ্যাল মিডিয়া মাধ্যম যেখানে আপনার আমার ফেসবুকে এক বা একাধিক ফেসবুক আইডি রয়েছে সেগুলো কিছু টেকনিক খাটিয়ে হ্যাক করা সম্ভব এই টেকনিকগুলো নিয়ে ও বিস্তারিত আলোচনা করব।
আপনি যেমন অন্যের ফেসবুক আইডি হ্যাক করার জন্য আজকের লিখাটি পড়ছোন, এমন ও তো হতে পারে অন্য কেউ আপনার আইডি হ্যাক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই প্রথমে ফেসবুক আইডি হ্যাক করার নিয়ম সম্পর্কে জানার চেয়ে ফেসবুক হ্যাকিং-এর হাত থেকে বাঁচার উপায় কী? সেগুলো সম্পর্কে প্রথমে জানতে হবে। চিন্তার কোনো কারন নেই আমি ফেসবুক হ্যাকিং-এর হাত থেকে বাঁচার উপায়গুলো নিয়ে আলোচনা করার পর ফেসবুক আইডি হ্যাক করার নিয়মগুলো সম্পর্কে আলোচনা করব। আজ আমরা আরো জানব,
- ফেসবুক আইডি হ্যাক করার নিয়ম
- ফেসবুক হ্যাক করা কি সম্ভব?
- ফেসবুক হ্যাকিং-এর হাত থেকে বাঁচার উপায় কী?
- ফেসবুক আইডি হ্যাক হলে কিভাবে বুঝবো
- ফেসবুক আইডি হ্যাক হলে করণীয়
- ফেসবুক আইডি হ্যাক হলে জিডি করার নিয়ম
- ফেসবুক আইডি হ্যাক করার apps 2022
- ৫ টি ফেসবুক হ্যাকিং সফটওয়্যার android
- Hover watch
- Passwordrevelator
- Spyzie
- Ispyoo
- Xpspy
- মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি হ্যাক করা
- ফিসিং লিংক দিয়ে ফেসবুক একাউন্ট হ্যাক:
- ফেসবুক হ্যাকিং সাইট তৈরি
- ফেসবুক হ্যাকিং সাইট তৈরির পর হ্যাকার কি করে
- ব্রুট ফোর্স অ্যাটাক:
- গেমস এবং অ্যাপস ব্যবহারের ফেসবুক আইডি হ্যাক:
- লি-লগার ফাইল এর মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক:
- ফ্রি এবং পেইড টুলস ব্যবহার করে ফেসবুক একাউন্ট হ্যাক:
- ফেসবুক আইডি হ্যাক করার ফিশিং সাইট
- ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাওয়ার উপায়
- ফেসবুক আইডি হ্যাক করার শাস্তি
ফেসবুক হ্যাকিং-এর হাত থেকে বাঁচার উপায় কী?
বর্তমানে যারাই স্মার্টফোন ব্যাবহার করছে তাদের মধ্যে ৯৯% ফেসবুক ব্যাবহার করছে। এখন দিন দিন ফেসবুক ইউজার এর সংখ্যা দিন দিন বাড়ছে। তার সাথে বাড়ছে কিছু অসাধু লোক যারা আপনার আইডিটাকে হ্যাক করে আপনাকে ব্লাকমেইল করতে পারে।
তাই আপনার যদি একটি ফেসবুক আইটি থাকে তাহলে নিছে দেওয়া ফেসবুক হ্যাকিং-এর হাত থেকে বাঁচার উপায় কী? বিস্তারিত সেগুলো জেনে আপনি সতর্ক থাকতে পারবেন।
1. আমরা অনেক সময় একটি ভুল করে থাকি আমাদের বন্ধু কিংবা অন্যের কম্পিউটারে ফেসবুক আইডি লগ ইন করে থাকি। যদি কোনো সময় এই কাজটি করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই পাসওয়ার্ট আটো সেভ করে রাখবেন না এবং কাজ শেষে লগ আউট করে নিতে হবে। তাছারা লগ ইন করার জন্য নোটিফিকেশন চালু সহ টু ফ্যাক্টর অপশনটি চালু রাখতে হবে। আপনার ফেসবুক পাসওয়ার্টটি অবশ্যই হবে কঠিন হতে হবে।
2. ফেসবুক আইডি তৈরী করার সময় অবশ্যই ভোটার আইডি কার্ড এর নাম অনুসারে জন্ম তারিখ এবং নাম দিবেন।
৩.ফেসবুকের মাধ্যমে অনেক সময় অনেক কিছুর অফার আসে। তাই ফেক কোন লিংক ক্লিক করবেন না। অনেকেই আছে মানুষের সাথে প্রতরনা করার জন্য ফেসবুকে অনেক কিছুর এড দেয়।
যার কারনে পন্য উপর আগ্রহ হয়ে অনেকে ফেক লিংকগুলোতে ক্লিক করে যার কারনে। হ্যাকারদের কাছে আইডি পাসওয়ার্ড চলে যায়। অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে।
এখানে আমি গুরুত্বপূর্ন কিছু পয়েন্ট এর কথা তুলে ধরেছি। আপনি যদি ফেসবুক হ্যাকিং-এর হাত থেকে বাঁচার উপায়গুলো আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে এখানে ক্লিক করুন।
ফেসবুক আইডি হ্যাক হলে কিভাবে বুঝবো
ফেসবুক আইডি হ্যাক হওয়া একটা কমন ব্যাপার হয়ে গিয়েছে।একদল লোক আছে যাদের উদেশ্য সবসময় থাকে খারাপ।
সবসময় তারা চেষ্টা করে থাকে অসৎ উপায়ে টাকা উপার্যন করা কিংবা ব্ল্যাকমেইল করে কার্য সিদ্ধ করার জন্য আইডি হ্যাক হওয়ার মূলত কারন হয়ে থাকে।
তাই নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই এখন আমরা জানবো আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেলে কিভাবে বুঝবেন।
ফেসবুক আইডির অ্যাক্টিভিটি চেক করা
আপনার যদি সন্দেহ হয় আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তাহলে, আপনি প্রথমে আপনার ফেসবুক আইডির অ্যাক্টিভিটি চেক করবেন।
ফেসবুকে একটি Activity Log নামে একটি অপশন আছে এখানে আপনি আপনার ফেসবুকে যেসব কাজগুলো করছেন সব গুলোর একটি লিস্ট রয়েছে। তাই আপনার ফেসবুক হ্যাক হওয়া সন্দেহ থাকলে দ্রুত এই অপশনটিতে এসে চেক করবেন।
যদি গরমিল দেখেন তাহলে অবশ্যই সাথে সাথে কার্যকরী পদক্ষেপ নিবেন।
Activity Log এই অপশনটি পাওয়ার জন্য প্রথমে আপনাকে ফেসবুক একাউন্টে চলে যেতে হবে তারপর
আপনার ফেসবুকের উপরের ডান পাশে একটি এরো চিহ্ন দেখতে পাবেন এরো চিহ্ন তে ক্লিক করার পর - সেটিং এন্ড প্রাইভেসি নাম একটি অপশন পেয়ে যাবেন - সেটার উপর ক্লিক করার পর Activity Log এই অপশনটিতে এসে আপনার হিস্টরি চেক করে নিবেন
ইমেইল ও মেসেজ চেক করা
অনেকে আছে যারা ফেসবুক রিকভার মাধ্যমকে ব্যবহার করে ফেসবুক আইডি হ্যাক করে থাকে। তাই আপনার কাছে যদি এমন কোন মেসেজ আসে তাহলে সর্তকতা অবলম্বন করতে হবে।
আপনার আইডি যদি হ্যাক হয়ে থাকে তাহলে মাঝে মাঝে হ্যাকার আপনার তালিকা বন্ধুদেরকে অদ্ভুত অদ্ভুত মেসেজ পাঠাবে, তাই চেষ্টা করুন সবসময় ইনবক্স পড়ার জন্য।
কিছু কিছু ক্ষেত্রে দেখা হ্যাকার যদি আপনার ফেসবুক আইডি হ্যাক করে ফেলে, তাহলে আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ হতে পারে।
ফেসবুক হ্যাক হওয়ার সবচেয়ে বড় ক্ষতি হলো আপনার নাম ভাঙ্গিয়ে আপনার বন্ধু-বান্ধব এর কাছ থেকে টাকা-পয়সা চাইতে পারে। অথবা আপনাকে ব্ল্যাকমেল করতে পারে, আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেলে কি করব সেটা এখন জানাবো,
ফেসবুক আইডি হ্যাক হলে করণীয়
বর্তমানে আমরা সবাই ফেসবুক আইডি ব্যবহার করছি। একটা সময় ছিল শুধুমাত্র সেলিব্রেটিদের ফেসবুক আইডি হ্যাক হত। এখন হ্যাকারদের কাছে যেটা হ্যাক করতে সহজ হয় সেটাতে ঝুকে পড়ছে।
অনেক অসৎ লোক আছে যারা নরমাল ফেসবুক ইউজারদের আইডি হ্যাক করে ব্লাকমেইল করছ, যারা কারনে অনেকেই হেস্তনেস্ত পরিস্থিতির স্বিকার হচ্ছে।
আপনি আপনার সর্বোচ্চ চেষ্টার ফলেও যদি আপনার ফেসবুক আইডিটি হ্যাকারদের হাত থেকে সেইফ রাখতে না পারেন মানে আপনার ফেসবুক আইডিটি যদি হ্যাক হয়ে যায় এই ক্ষেত্রে আপনার করণীয় গুলো হল ঃ
পাসওয়ার্ড পরিবর্তন
আপনার ফেসবুক আইডি যদি হ্যাক হয়ে যায়। আপনি যদি কনফার্ম হন আপনার আইডি হ্যাক হয়েছে তাহলে আপনার প্রথমে কাজ হবে একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে চেষ্টা করা। কারন আপনি যদি পাসওয়ার্ট পরিবর্তন করতে পারেন হ্যাকার আপনার ফেসবুক আইডিটি এক্সসেস করতে অনেকটাই কঠিন হয়ে যাবে।
ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেওয়া।
বর্তমানে হ্যাকার ফেসবুক আইডি হ্যাক করার প্রধান কারন হলঃ আপনার আইডিতে প্রবেশ করে আপনার মিথ্যা দুর্বলতাকে দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া। অথবা আপনাকে ব্লাকমেইল করা। তাই আপনি যদি বুঝতে পারেন আপনার ফেসবুক আইডি হ্যাক হলে করনীয় মধ্যে আমি গুরুত্বপূর্ন দ্বিতৃয় স্থানে রাখব ফেসবুক আইডিতে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দেওয়া আপনার আইডি হ্যাক হয়েছে। এতে আপনার বন্ধুবান্ধব সতর্ক হয়ে যাবে এতে প্রতরনার সম্মুখীন হওয়ার চান্স কম থাকবে।
ফেসবুক আইডি নষ্ট করা
আপনার ফেসবুক আইডি যদি হ্যাকারদের হাতে চলে যায় প্রথমত চেষ্টা করবেন হ্যাক আইডি ফিরিয়ে আনার উপায় সমূহ অবলম্বন করে আইডিটি ফিরিয়ে আনা আমি শেষের দিকে আলোচনা করব হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় অথবা ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাওয়ার উপায় সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
আপনি যদি কোন ক্রমে আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করতে না পারেন তাহলে আইডিটি আপনাকে ডিজেবল করতে হবে। তা না হলে হ্যাকার আপনার আইডির মাধ্যমে ক্রাইম করবে এর মাসুল গুনতে হবে আপনাকে।
আইডি বন্ধ করার জন্য আপনাকে ফেসবুক আইডির রিপোর্ট অপশনটির সাহায্য নিতে হবে। আপনার ফেসবুক আইডিতে ১০ থেকে ১৫ জন্য ফেসবুক ফেন্ড আপনার আইডিতে রিপোর্ট মারলেই আপনার আইডিটি ডিজেবল হয়ে যাবে।
আপনি রিপোর্ট খাওয়ার জন্য পরিচিত ফেসবুক বন্ধুদের সাথে যোগাযোগ করে রিপোর্ট মারাতে পারেন। কয়েকজন বন্ধু আপনার আইডিতে রিপোর্ট মারলে ফেসবুক আপনার আইডিটি ডিজেবল করে দিবে।
থানায় জিডি করা
আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেলে সেই আইডিটি যদি চেষ্টার পরেও যদি ফিরিয়ে না আনতে পারেন।
তাহলে আপনাকে সেইফ রাখার জন্য থানায় জিডি করতে হবে।
আপনি যদি থানায় জিডি করেন তাহলে আপনার ফেসবুক আইডি হ্যাক করার উপয়াগুলো অবলম্বন করে কেউ যদি আপনার ফেসবুক আইডি হ্যাক করে ফেলে এবং আপনার আইডির মাধ্যমে অসামাজিক কর্যকর্ম ঘটায়। তখন আপনি সেইফ থাকবেন কারন আপনি পূর্বে জিডি করেছেন কিংবা নিটকস্থ থানায় কমপ্লেন করেছেন।
ফেসবুক আইডি হ্যাক করার apps 2022
আমরা সবাই জানি অনলাইনে এমন কিছু পদ্বতি আছে যেগুলোর মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক করা যায়। তার মধ্যে ফেসবুক আইডি হ্যাক কারা apps 2022 রয়েছে যেগুলোর মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক করা যায়।
ফেসবুক আইডি হ্যাক করার apps বলতে যে এপসগুলোর মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক করা যায়।অন্যের ক্ষতি সাধনের জন্য আইডি হ্যাক করা এটি একটি অপরাধ। আশা করি আপনারা এমনটি করবেন না।
ফেসবুক আইডি হ্যাক করার জন্য অনেকগুলো এপস রয়েছে কিছু কিছু এপস রয়েছে যেগুলো প্লেস্টোরে পেয়ে যাবেন আবার কিছু কিছু এপস রয়েছে যেগুলো ওয়েবসাইট থেকে টাকা দিয়ে কিনে নিতে হবে। এখন আমি আপনাদেরকে ৫ টি ফেসবুক হ্যাকিং সফটওয়্যার android কার্যকরী এপস এর সাথে পরিচয় করিয়ে দিব।
৫ টি ফেসবুক হ্যাকিং সফটওয়্যার android
Hover watch
এই এপসটি একটি জনপ্রিয় এবং কার্যকরী এপস। এটি জনপ্রিয় হওয়ার কারন এটি একটি কার্যকরী এপস।
এই এপসটি আপনার মোবাইলে ইনস্ট্রল করার জন্য hover watch সাইটে প্রবশ করে এপসটি ডাউনলোড এবং ইনস্ট্রল করতে হবে।
আপনি যদি এপসটি ইনস্ট্রল করতে পারেন তাহলে আপনি চাইলে কিছু কাজের মাধ্যমে অন্যের ডিভাইটি আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। মানে আপনি চাইলে এই এপসটির মাধ্যমে আপনার হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডিটি নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারেন।
Passwordrevelator
এই সফটওয়্যারটি একটি সেই লেভেলরে
সফটওয়্যারটি। এর কাজ এর চেয়ে সফটওয়্যারটির সুবিধা অনেক বেশি দিয়ে থাকে। তবে সমস্যা হলে এটি ব্যাবহার করতে হবে টাকা দিয়ে ক্রয় করে ব্যাবহার করতে হবে।
সবচেয়ে বড় সুবিধা হল গ্যারান্টি।মানে সফটওয়্যারটি ব্যাবহার করার ফলে যদি কাজ সম্পন্ন না করতে পারলে টাকা ফেরত পেয়ে যাবেন।
ধরুন আপনার ফেসবুক আইডি যদি হ্যাক হয়ে যায়।আপনি এই সফটওয়্যারটি ব্যাবহার করে আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
মানে হ্যাকার যতবার আপনার আইডিটি যতবার হ্যাক করবে আপনি ততবার আপনার আয়াত্বে নিয়ে আসতে পারবেন।
Spyzie
এটিও একটি জনপ্রিয় এপস। এই এপসটি জনপ্রিয়তা হওয়ার কারন এটির সঠিক কার্যকারীতা। এই এপসটির ভিতরে প্রবেশ করলে অনেকগুলো ফিচার দেখতে পারবেন। এই ফিচারগুলো ক্রয় কর অন্যের আইডি সহজে হ্যাক করতে পারবেন।
Xpspy
এই এপসটি একটি জনপ্রিয় এপস। এই এপসটি ব্যাবহার করে ফেসবুক আইডি হ্যাক করা সহ ফোনের সকল তথ্য আপনি জানতে পারবেন। সবচেয়ে আশ্চর্য বিষয় হল কেউ জানতে পারবে মানে মনের অজান্তে অন্যের আইডি হ্যাক থেকে শুরু করে মোবাইলে থাকা অনান্য তথ্য হ্যাক করতে পারবেন।
Ispyoo
এই এপসটি ও একটি হ্যাকিং এপস। এই এপসটিতে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যেমগুলো যেমনঃ ফেসবুক,ইউটিউব,ইন্সটাগ্রাম,টুইটার এগুলোর সবগুলোর একাউন্ট একসাথে করে নিতে পারবেন।
তারজন্য এই এপসটির মাধ্যমে একটি একাউন্ট করে নিতে হবে। আপনি যদি ফেসবুক আইডি হ্যাক করতে চান তাহলে এখান থেকে একটি প্লেন বেছে নিতে হবে।তারপর আপনি হ্যাকিং এর কাজকর্ম শুরু করতে পারবেন।
ফিশিং লিংক দিয়ে ফেসবুক একাউন্ট হ্যাক:
আপনি জানলে হয়তবা অবাক হবেন হ্যাকিং লিংক দিয়ে ও ফেসবুক আইডি হ্যাক করা যায়। বর্তমানে অনেকেই ফেসবুক আইডি হ্যাক করার জন্য অনেকেই অনেক ভাবে ফেসবুক আইডি হ্যাক করতে চেষ্টা করছে। এর মধ্যে কার্যকরী উপায় হল ফিশিং লিংক দিয়ে ফেসবুক একাউন্ট হ্যাক করা।
বর্তমানে কিছু কিছু লোক আছে যারা তাদের ফেসবুককে কাজে লাগিয়ে ব্যাবসা করছে।আবার অনেকেই ফেসবুককে কাজে লাগিয়ে অন্যের ফেসবুক আইডি হ্যাক করে ব্লাক মেইল করছে কিভাবে লিংক এর মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক করা যায়।
উদাহারনঃ মাঝে মাঝে ফেসবুকের মাধ্যমে খুব কম টাকায় ভালো মানের পন্যের এড দেখা যায়। এতে অধিকাংশ থাকে জেনুইন। হ্যাকাররা লোভনীয় কিছু অফার দিয়ে থাকে। এই অফারের লিংক এ ক্লিক করলে তাদের ফাদে পড়লেই আপনার আইডি অন্যের কন্ট্রোলে।
মানে হ্যাকারদের অফারের লিংক এ ক্লিক করলে তাদের একটি ওয়েব সাইটে নিয়ে যাবে। হ্যাকার কোডিং এর মাধ্যমে হুবহু ফেসবুকের ডেসবোর্ডের মত লগ ইন পেইজ তৈরী করে রাখে। হ্যাকারদের ওয়েবসাইটে আসার পর চালাকি করে তাদের পূর্বের তৈরীকৃত হুবহু ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে,, আপনি লগ ইন করলেই আপনার ফেসবুক আইডির আইডি পাসওয়ার্ড হ্যাকারদের হাতে চলে যাবে।
এক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যেমনঃ কোনো পেইজে আসার পর যদি আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড চায় তখন আপনি উপরে URL টি চেক করে নিবেন url লিংকটি এমন দেখাবে। https://m.facebook.com/login/ অন্যথায় আপনাকে বুঝে নিতে হবে লিংকটিতে সমস্যা আছে। হ্যাকিং লিং।
ফেসবুক আইডি হ্যাক করার ফিশিং সাইট।। ফিশিং সাইট বানানোর নিয়ম
ফেসবুক হ্যাকিং সাইট তৈরির পর হ্যাকার কি করে
আমরা সবাই জানি URL কি? হ্যাকার হ্যাকিং সাইট তৈরী করার জন্য প্রথমত URL দিকে খেয়াল রাখে। নিচের চিএটি দেখুন যারা ফিশিং সাইটগুলো তৈরী করে তখন ফেসবুক URL এর সাথে ৯৯% মিল রেখে সাইটগুলো তেরী করে।
মানে URL গুলো এমনভাবে তেরী করতে চায় যেন ফেসবুকের লিংক এর সাথে মিল রাখতে। যেগুলো ফিশিং সাইট একটু খেয়াল করলে দেখতে পারবেন যদিও ফেসবুকের url সাথে মিল থাকে কিন্তু ১০০% মিল থাকবে না একটি সংখ্যা হলেও গড়মিল থাকবে।
এখন সবাই সচেতন তাই অনেকেই ফেসবুক আইডির জন্য সতর্ক। তাই কারো সন্দেহ জেন না হয় হ্যাকার সবসময় চেষ্টা সেইভাবে ফিশিং তৈরী করে
তাই ডাইরেক্ট ফেসবুক ব্যাতীত অন্য কোথায় থার্ড পার্টির আন্ডারে ফেসবুক লগ ইন করার সময় URL এর দিক নজর দিতে হবে। ফিশিং সাইট তৈরী করে হ্যাকার সাধারনত বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে লোভনীয় বিজ্ঞাপন এর মাধ্যমে আইডি হ্যাক করতে চায়।
খেয়াল করুন বিজ্ঞাপনগুলো এমন হয়ে থাকে।
১) আপনার ফেসবুক আইডিটি এই লিংক থেকে log in করে জিতে নিন ৫০ জিবি ইন্টারনেট।
২)আইডিটি log in করে জিতে নিন iphone.
৩) কুইজ খেলে জিতে নিন ৫০০০ টাকা বোনাস। আর এই বোনাসটি পাওয়ার জন্য আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করলেই কেল্লা ফতে।
তাছারা হ্যাকার আরও লোভনীয় অফার করে থাকে যদি ফান্দে পরে যান তাহলে একাউন্ট হ্যাক হয়ে যাবে।
এখন কিছু কথা বলব মনযোগ সহকারে শুনুন। যদি এই টিপসগুলো একটু ঠান্ডা মাথায় খেয়াল করতে পারেন তাহলে ফিশিং সাইট দিয়ে কেউ আপনার আইডি হ্যাক করতে পারবে না।
১) HTTP ও HTTPS খেয়াল করা যে সব ওয়েবসাইটের লিংক এর প্রথমে HTTPS নেই সেই সব ওয়েবসাইটগুলো আপনার জন্য সেইফ না। তাই শুরুতে HTTPS নেই এই সব ওয়েবসাইটে আপনার আইডি লগ ইন তো করবেইন না তাছারা ক্রেডিট কার্ড বা বিভিন্ন কার্ড দিয়ে পন্য কেনা বেচা করবেন না (important)
২)আবার কিছু কিছু ওয়েবসাইটে HTTPS আছে কিন্তু ডোমেইন এর নামে ভুল আছে অথবা সন্দেহ জনক তখন লগ ইন করবেন না। আপনার প্রয়োজন হলে সরাসরি গুগলে প্রবেশ করে সার্চ করে নিবেন যেমনঃhttphttps://ffacebook.com
৩) লোভনীয় অফারে যাচাই না করে লগ ইন করবেন না।
৪) যদি পরিচিত এবং অপরিচিত কেউ লিংক দেয় সেই ক্ষেত্রে ও সাবধানতা অবলম্বন করতে হবে।এগুলো মানলেই ফিশিং সাইট দিয়ে কেউ আপনার ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না।
ব্রুট ফোর্স অ্যাটাক ফেসবুক আইডি হ্যাক
ব্রুট ফোর্স অ্যাটাক ফেসবুক আইডি হ্যাক বলতে, ফেসবুক আইডি হ্যাক করার জন্য সবচেয়ে বেশি এই পদ্ধতিটি ব্যবহার করা হয়।
ব্রুট ফোর্স পদ্ধতিটি সবচেয়ে বেশি কার্যকরী হয়ে থাকে। ব্রুট ফোর্স পদ্ধতিতে ফেসবুক আইডি হ্যাক করার জন্য প্রচুর পরিমাণে পাসওয়ার্ড প্রয়োজন হয়।
ব্রুট ফোর্স অ্যাটাক সিস্টেমের মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক করার জন্য হ্যাকার কিছু বিশেষ টেকনিক এবং প্রোগ্রামিং প্রক্রিয়া করে থাকে।
এই প্রক্রিয়ার মাধ্যমে মিলিয়ন মিলিয়ন পাসওয়ার্ড তৈরি হয়। এই মিলিয়ন মিলিয়ন পাসওয়ার্ড যদি ভিক্টিমের ফেসবুক আইডির পাসওয়ার্ড এর সাথে মিলে যায় তাহলে হ্যাকার ফেসবুক আইডি হ্যাক করতে পারবে।
এবং ভিক্টিমের ফেসবুক আইডির এক্সেস নিয়ে নিতে পারবে। এই পদ্ধতিটা একটু জটিল হলে কিন্তু কার্যকরী।
গেমস এবং অ্যাপস ব্যবহারের ফেসবুক আইডি হ্যাক
এই পদ্ধতিটি অনেকটাই ফিশিং সাইট এর মত কাজ করে থাকে। একটা জিনিস খেয়াল করেছেন আমরা যখন আমাদের মোবাইল ফোনে অ্যাপস ইনস্টল করার জন্য অনেক সময় অনেক কিছুর পারমিশন চেয়ে থাকি। সেই পারমিশনগুলো আমরা একসেপ্ট করে দিয়ে ইনস্টল করে থাকি।
হ্যাকার এই পারমিশন এর সুযোগটা নিয়ে থাকে। হ্যাকার কিছু টেকনিক খাটিয়ে এপস এর ভিতর এমন ভাবে ফিংশ প্রোগামিং সেটিং করে রাখে। ইন্সট্রল করার সময় পারমিশন বুঝে না বুঝে এলাও করে দিলে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড হ্যাকারদের হাতে চলে যাবে। পারমিশন দেওয়ার সময় বুঝে এলাও করবেন।
ফাইল এর মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক বলতে আমি ডকুমেন্ট ভাইরাস এর কথা বুঝাতে চাচ্ছি। আপনি জানলে অবাক হবেন অনলাইন থেকে এপস ডাউনলোড করেও আপনি বিপদে পড়ে যেতে পারেন।
এ প্রক্রিয়ায় হ্যাকার ডকুমেন্টের ভিতরে এমন ভাবে একটি প্রোগ্রামিং করে থাকে যার, মাধ্যমে ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়।
সেই ডকুমেন্টগুলো যদি আপনি মোবাইলে অথবা কম্পিউটারে থেকে অথবা অন্য কোথাও থেকে কালেক্ট করে ওপেন করে থাকেন তখনই আপনার আইডি হ্যাক হওয়ার চান্স থেকে যায়। তাই সতর্কতার সাথে ডকুমেন্ট ডাউনলোড করবেন।
কিছু কথাঃ
অন্যের ফেসবুক আইডি হ্যাক করা মাথায় যতটা সহজে চলে আসে, ততটা সহজে ফেসবুক আইডি হ্যাক ততটা সম্ভব নয়।
আজকে আমি ইতিমধ্যে উপরে ফেসবুক আইডি হ্যাক করার উপায় থেকে শুরু করে আপনার কাঙ্খিত ফেসবুক আইডিতে কিভাবে সুরক্ষিত রাখবেন সবকিছু বিস্তারিত বলেছি।
হাতে কলমে বোঝাতে পারি নাই কিভাবে আপনার ফেসবুক আইডি হ্যাক করবেন। তবে আমি মনে করি, আপনি সম্পূর্ণ লিখাটি মনোযোগ সহকারে পড়েন, তাহলে আপনার বিন্দু পরিমাণ হলেও উপকার হবে।
তারপরও যদি আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় আপনি যদি চান আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডি কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন সেটির ব্যাপারে, আমি একটি আর্টিকেল লিখব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।