সি সি লোন কি?

সি সি লোন কি?

আমাদের মধ্যে অনেকেই আছি যারা ব্যাবসা করতে চাই। তার জন্য প্রয়োজন হয় অর্থ। যাদের কাছে নগদ অর্থ আছে তারা নিজের৷ অর্থকে কাজে লাগিয়ে, নিজের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কাজে নেমে পড়ে। 

আবার যাদের কাছে অর্থ থাকে না তারা সাধারনত চেষ্টা করেব ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য। ব্যাংক এর মাধ্যমে অনেকগুলো উপায়ে লোন নেওয়া যায় তার মধ্যে, আজকে আমরা আলোচনা করব সিসি লোন বা ক্যাশ ক্রেডিট লোন সম্পর্কে বিস্তারিত আজকে জানব। 

সম্পূর্ন লিখাটি পড়বেন কোথাও বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাবেন প্রথমে জানব,সিসি লোন বা ক্যাশ ক্রেডিট লোন কি? 

সি সি লোন কি?
সি সি লোন কি

সিসি লোন বা ক্যাশ ক্রেডিট লোন কি?

cash credit loan হচ্ছে এক ধরনের ব্যাংক এর স্বল্পময়াদী লোন।এই লোনটি সচারচর ব্যক্তির প্রতিষ্ঠান বা কোম্পানির ব্যাবসার জন্য নিয়ে থাকে। এই লোনটি নেওয়ার জন্য গ্রাহক credit ব্যালেন্স ছারা এক এক ব্যাংক এর নিদিষ্ট নিয়ম ও লিমিট অনুযায়ী অর্থ নেওয়া যায়।সি সি লোন আপনি ১২ মাসের মধ্যে আপনার লোন পরিশোধ করে নতুনভাবে নিতে পারবেন।

সি সি লোন কি? 

সিসি লোন কি? সিসি লোন এক ধরনের ব্যাংকের একটি সেবা।সাধারণত জামানতের মাধ্যমে এই লোন ব্যাংক থেকে নেওয়া হয়। 

আপনি এই লোন নেওয়ার সময় জামানত হিসেবে আপনার মূল্যবান বৈধ সম্পত্তি, আপনার দোকান কিংবা জমির দলিল কিংবা অলংকার ব্যাংকে জামানত রেখে ব্যাংক থেকে নির্দিষ্ট পরিমাণ লোন নিতে পারবেন। 

এই লোন নেওয়ার সবচেয়ে বড় সুবিধা হল আপনি চাইলে সি সি লোন আপনি ১২ মাসের মধ্যে আপনার লোন পরিশোধ করে, নতুনভাবে নিতে পারবেন।

সিসি লোন সুদের হার কম হয়ে থাকে,তাছারা অন্যান্য লোন এর চেয়ে ঝামেলাবিহীন ও অধিক লোন নেওয়া যায়, তাই তাই আমার কাছে সিসি লোন বেস্ট মনে হয়। 

সি সি লোন সাধারণত ব্যাংক থেকে ব্যবসায়ীরা বেশি নিয়ে থাকে। এখন আমরা জানতে চলেছি ক্যাশ ক্রেডিট লোন এর ব্যাপারে।

إرسال تعليق (0)
أحدث أقدم