হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়
হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় - আমরা সবাই কমবেশি ফেসবুক ব্যাবহার করে থাকি। আমাদের অনেকের ফেসবুক আইডির পাসওয়ার্ড মনে থাকে না বা ভুলে গেছি।
সেইজন্য অনেকেই দীর্ঘদিন পুরাতন ফেসবুক আইডি ব্যাবহার ও করে না।
মাঝে মাঝে মনে হয় সেই পুরাতন আইডির ভিতরে প্রবেশ করে দেখার জন্য ফেসবুক আইডির কি অবস্থা আবার অনেকেই চেষ্টা করে থাকে হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় সমূহ জানার জন্য গুগোল কিংবা ইউটিউবে সার্চ করে থাকি কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব।
আপনারা যারা আপনার ফেসবুক আইডি ফিরে পেতে চান আজকে আমি আপনাদেরকে ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
আপনার ফেসবুক আইডি যদি হারিয়ে যায় কিংবা পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আজকে আমি হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় গুলো সম্পর্কে জানানোর সাথে সাথে নিচে দেওয়া আর্টিকেলগুলো পয়েন্ট আকারে বুঝাতে চেষ্টা করব। আমরা আজকে জানব,
- ফেসবুক জিনিসটা কী?
- আপনি জানেন কি কি কি কারণে ফেসবুক আইডি হারিয়ে যায়
- যে কারনে ফেশবুক একাউন্ট ডিজেবল হয়
- কিভাবে ফিরে পাবেন আপনার হারোনো আইডি
- কিভাবে আপনার ফেসবুক আইডি রিকভার করবেন।
- জিমেইল আইডি অ্যাক্সেস করতে পারবেন না কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব?
- ইমেইল ও পাসওয়ার্ড পরিবর্তন করলে কিভাবে কিভাবে ফেসবুক আইডি ফিরে পাবেন?
- ফেসবুক অ্যাপের সাহায্যে হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়?
- যে কারনে ফেশবুক হ্যাক আইনী সহায়তা নিবেন
আরও পড়ুন: ফেসবুক আইডি হ্যাক করার নিয়ম
ফেসবুক জিনিসটা কি?
ফেসবুক একটি ওয়েবসাইট। এক কথায় এটি একটি সামাজিক যোগাযোগ ওয়েবসাইট। এখানে আপনি চাইলে ফ্রিতে একটি একাউন্ট খুলে আপনার পাড়া প্রতেবশীদের সাথে ফেসবুক ফ্রেন্ড হয়ে চ্যাট করা থেকে শুরু করে ভিডিও শেয়ারিং ও কথাও বলতে পারবেন। এটি বাংলাদেশসহ বিশ্বের সব দেশের সামাজিক যোগাযোগ এর মাধ্যম হয়ে উঠেছে। আশা করি বর্তমান যুগে ফেসবুক কি? সেটা বুঝাতে হবে না। এট আপনারা আমার চেয়ে অনেক ভাল বুঝেন।
ফেসবুক কোম্পানিটি একটি আমরিকান প্রতিষ্টান। এটি আমরিকান এক বাসিন্ধা মার্ক জাকারবার্গ ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে ফেসবুক প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেছেন।
কি কি কারণে ফেসবুক আইডি হারিয়ে যায়
কি কি কারনে ফেসবুক আইডি হারিয়ে যায় বলতে, আমরা সবাই জানি ফেসবুক আইডি হারায় না। তবে ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় অথবা ফেসবুক আইডির পাওয়ার্ড ভুলে যাই। এখন আলোচনা করব যে কাজগুলো করলে নরমালি ফেসবুক আইডির হারাতে পারেন।
মোবাইল নাম্বার অথবা ইমেইল আইডি সর্তকতা - আমাদের মধ্যে অনেকের একের অধিক ফেসবুক আইডি রয়েছে। হতে পারে আপনি আইডিগুলো একটি মোবাইল নাম্বার দিয়ে অথবা একটি ইমেইল এড্রেস দিয়ে খোলেছেন।
এতে করে আপনার অর্জিনাল আইডিটিও সেইম মোবাইল নাম্বার অথবা ইমেইল এড্রেস দিয়ে খোলা হতে পারে। এতে করে আপনার অর্জিনাল আইডির পাসওয়ার্ড ভুলে যাওয়ার চান্স থাকে।
তাই আপনার অরজিনাল ফেসবুক আইডির মোবাইল নাম্বার অথবা ই-মেইল এড্রেসটি অবশ্য চেঞ্জ করে একটি করে দিতে হবে। এতে আপনার আইডির পাসওয়ার্ড হারানোর চান্স কম থাকে।
আপনি চাইলে আপনার আইডির পাসওয়ার্ড কোথাও লিখে রাখতে পারেন।
তাছারা অনেকের এমন কিছু পুরাতন আইডি রয়েছে অনেক আগে ব্যাবহার করত এখন ব্যাবহার করছে না। সেই সমস্ত ফেসবুক আইডিগুলো ফেসবুক ডিজেবল করে দেয়।
সর্বশেষ যে কথাটি বলব, সেটি হচ্ছে একটি ডিভাইসে একের অধিক ফেসবুক আইডি ওপেন না করা। যদি এটি করেন, সেই সাথে যদি একই ডিভাসের আওতায় ফেক আইডির সাথে রিয়েল আইডিটি লগ ইন করা থাকে তাহলেও আপনার আইডি ডিজেবল হওয়ার চান্স থাকে। এখন আমরা জানব কি কি কারনে ফেসবুক আইডি ডিজেবল হয়ে থাকে।
কি কি কারনে ফেসবুক আইডি ডিজেবল হয়ে থাকে। বিভিন্ন কারণে ফেসবুক আইডি ডিজেবল হয়ে থাকে। তার মধ্যে যে কয়েকটি মেজর কারণ রয়েছে ফেসবুক আইডি ডিজেবল হওয়ার জন্য। এখন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।
ভিপিএন ব্যবহারে সর্তকতা
আমরা প্রত্যেকে জানি ভিপিএন এর কাজ হল লোকেশন চেঞ্জ করা। আমরা অনেক সময় ভিপিএন ব্যবহার যে ভুল কাজটি করে থাকি সেটি হচ্ছে, লোকেশন চেঞ্জ করে ফেসবুক চালিয়ে থাকে সেটি করা যাবে না।
যেমনঃ আপনি যদি বাংলাদেশি অথবা ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনি আপনার দেশে বসে ভিপি এন এর মাধ্যমে লোকেশন অনায়াশে চেঞ্জ করতে পারবেন। ভিপিএন ব্যবহার করে আপনার লোকেশন টা চেঞ্জ করা খুব সহজ, কিন্তু এটা ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে অনেকটা রিস্ক। যখন আপনার একটি ডিভাইস থেকে বার বার বিভিন্ন দেশের লোকেশন চেঞ্জ করে ফেসবুক আইডি ব্যবহার করলে তখন ফেসবুক বুঝতে বাদ্য হবে যে আপনার ফেসবুক আইডিটি অন্য কেউ ব্যবহার করছে। তখন আপনার ফেসবুক আইডিটি ডিজেবল করে দিতে পারে।তাই অবশ্যই ভিপিএন ব্যবহার করলে এখনই সতর্ক হয়ে যান।
রিপোর্ট খেলে
এখন যেই বিষয়টি নিয়ে বলব আমি আশা করি এটি আপনার দ্বারা না হওয়াটাই ভাল।যদি কেউ ফেসবুকে পোষ্টে কাউকে ছোট করে কিংবা গালাগালি অথবা ফেসবুকের মাধ্যমে যদি কারও সাথে খারাপ ব্যাবহার করার কারনে কয়েকজন মিলে যদি আপনার ফেসবুক প্রোফাইলে রিপোর্ট মারলে, তাহলে আপনার ফেসবুক আইডি ডিজেবল হওয়ার চান্স অনেক বেড়ে যায়। তাই অবশ্যই পোস্ট করার সময় কাউকে হেয় করে পোস্ট করবেন না।
লিংক প্রচারে সতর্কতাঃ
আপনি যখন ফেসবুকের মাধ্যমে কোন লিংক প্রচার করবে, অবশ্যই সেই লিংক গুলো যেন কোন খারাপ অথবা সেক্সুয়াল কোন লিংক অবশ্যই না হয়। যদি আপনি এরকম করেন ফেসবুকের কর্তৃপক্ষের কাছে যদি দৃষ্টিপাত হয়ে থাকে তাহলে আপনার ফেসবুক আইডি ডিজেবল করে দিতে পারে।
মেসেজ এর সর্তকতা
মাঝে মাঝে আমাদের কাছে এমন কিছু ৃম্যাসেজ আসে, এই লিংক ক্লিক করে লগ ইন করলে পাবেন ২০০০৳ ফ্রি বোনাস যদি আপনি সেই লিংক এ ক্লিক করে লগ ইন করে থাকে আর যদি সেই লিংকটি যদি ফিসিং লিংক হয়ে থাাকে তাহলে আপনার আইডি পাসওয়ার্ড হ্যাকারদের কাছে চলে যাবে অবশ্যই লিংক ক্লিক করার সময় ও সতর্ক থাকতে হবে।
কিভাবে হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়া যায়।
অনেক জ্ঞান দেওয়া হল এখন আমরা জানব হারিয়ে যাওয়া ফেসবুক আইডি কিভাবে ফিরে পাবেন। এখন যে পদ্বতিটি দেখাব এটি ফলো করলে আপনার আইডিটি ফিরে পেতে পারেন।
১) প্রথমে এই লিংকটিতে ক্লিক করে ফেসবুকের নতুন পইজে চলে যান। লিংটি হলঃ http://www.facebook.com/hacked
২) ভালো করে খেয়াল করলে নিচে থেকে “My account is compromised” এই অপশনটিতে ক্লিক করুন।
৩) এখন আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। আপনি এখান থেকে যে কোন একটি সঠিক তথ্য দিবেন।
৪)আপনি যদি সঠিকভাবে তথ্য দিতে পারেন তাহলে আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডি দেখাবে।
৫) আপনি খেয়াল করলে দেখতে পারবেন this is my account এখানে ক্লিক করুন।
৬) আপনার ফেসবুকের old password বসিয়ে দিয়ে, continue করে দিবে। তারপর নতুন একটি একটি পাসওয়ার্ড বসিয়ে দিলে আপনার হারানো ফেসবুক আইডি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন।
( কিছু কথা) এখন যদি আপনার হারানো যাওয়ার পাসওয়ার্ডটি মনে না থাকে তাহলে পাসওয়ার্ড েরিসেট করে নতুন পাসওয়ার্ড নিয়ে আসতে হবে । তারজন্য
https://ssl.facebook.com/reset.php এই লিংক থেকে রিকুয়েস্ট পাঠিয়ে সমাধান করে নিতে হবে। অবশ্যই আপনি ফেসবুক আইডি খুলার সময় যেই ইমেইলটি ব্যাবহার করিছিলেন সেই ইমেইলটি পরিবর্তন হলে কাজ হবে না। যদি ইমেইল পরিবর্তন হয়ে যায় তখন কি করব?
যদি ইমেইল পরিবর্তন হয়ে থাকে তখন আপনি, https://ssl.facebook.com/help/contact.php?show_form=hacked_self_recovery
এই লিংকটিতে ক্লিক করলে। একটি ফরম আসবে, সেটি পূরন করে সাবমিট করলে কিছু দিনের ভিতরে আইডিটি ফিরে পাবেন। তারপরও যদি আইডিটি ফিরে না পান আইনের সাহায্য নিতে পারেন।
আপনি যদি আইনের সহায়তা নেন তাহলে আপনার আইডি দিয়ে যদি কেউ অবৈধ কাজ করে তার দায় আপনার কাধে পরবে না।
আপনার আইডি যদি হ্যাক অথবা হারিয়ে যায় তাহলে আপনার ফেসবুক আইডি পুনরুদ্ধার করতে চেষ্টা করবেন।যদি পুনরুদ্ধার করতে না পারেন তাহলে আইডিটি চিরতরের জন্য ডিলিট করে দিবেন।
তার ছাড়া সাইবার ক্রাইমের মাধ্যমে হেল্প নিতে চাইলে এই নাম্বারটি 01766678888 সাথে যোগাযোগ করতে পারেন তারা আপনাকে যথাযথ এডভাইস দিবে। আপনি অবশ্যই অফিস টাইম এর মধ্যে যোগাযোগ করতে চেষ্টা করবেন।
তাদের সাথে আপনার যোগাযোগ করতে পারলে তারা আপনার কাছ থেকে জানতে চাইবে, আপনার আইডিটি চিরতরের জন্য ডিলিট করতে চান নাকি আপনার আইডিটি পুনরুদ্ধার করতে চান, কোনটা করতে চান সেটা জানতে চাইবে।
তারপর আপনাকে হেল্প করার জন্য info@cybernirapotta.net এড্রেস এ আপনার কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠাতে বলবে।ডকুমেন্টগুলো নিচে দেওয়া হল
১)আপনি যদি আইনের সহায়তা নিয়ে থাকেন তাহলে জিডির কপি দিতে হবে
২)আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি অবশ্যই রঙ্গিল কপি দিতে হবে
৩)তাছাড়া আপনার আইডিটি ফিরিয়ে আনার জন্য অথবা ডিলিট করার জন্য আপনার হ্যাক হয়ে যাওয়া অথবা হারিয়ে ফেসবুক আইডির লিংক দিতে হবে।
৪)আপনাকে অবশ্যই ফ্রেশ একটি ইমেইল এড্রেস দিতে হবে যে ইমেইল এড্রেস এর মাধ্যমে অন্য কোন অ্যাকাউন্ট খোলা হয়নি এমন একটি ইমেইল এড্রেস দিতে হবে।
এই সবগুলো ডকুমেন্ট রেডি করে ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিলে, তারা কাজ শুরু করার পর, তিনদিনের ভিতরে আপনার ফেসবুক আইডি ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে অবশ্যই কল দিবে।